আমাদের ভাসমান বাড়ির ফ্রন্ট লুক 😍

"জল প্রাসাদ" টাঙ্গুয়ার হাওরে নবনির্মিত একটি হাউস বোট। এটি কে বোট না বলে ভাসমান বাড়ি বলা যায়। কারণ এটি তৈরিতে আমরা এমন কিছু প্লান ব্যাবহার করেছি যাহার মাধ্যমে এই বোট কে ভাসমান বাড়ি বললে কোনো অপরাধ হবে না । পুরো বোট টি তে আধুনিকতার সাথে ইকো ফ্লেভার রাখা হয়েছে। অতিথিদের অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করার জন্য পুরো বোট টি কাঠের মাধ্যমে তৈরি করা হয়েছে। উপরে বলেছি এটি একটি ভাসমান বাড়ি । কেনো বলেছি এইবার শুনুন.....

আমাদের ভাসমান বাড়ির ড্রোন শুট

এই বোটটিটে আমরা সর্বমোট ৮ টা রুম করেছি। রুম গুলোর প্রত্যেকটার ভেতর থাকছে আপনার নিজের বাসার রুমের মত আসবাবপত্র ।পুরো বোটে লো কমোড এবং হাই কমোড মিলিয়ে সর্বমোট ২ টা আধুনিক ওয়াশরুম আছে। থাকছে সুবিশাল একটি রান্না ঘর। গ্রুপ ভিত্তিক আড্ডা অথবা গল্প করার জন্য থাকছে একটি বিশাল লবি। বোটের সামনে ফটোগ্রাফি করার জন্য যতেষ্ট ফাঁকা জায়গা তো আছে ই। একটি বাড়িতে যেমন একটি সুন্দর ছাদ থাকে ঠিক তেমনি আমাদের ও একটি বিশাল ছাদ রয়েছে। আমাদের মোট ৮টা রুম। অবসর সময় কাটানোর জন্য আমাদের রয়েছে বিভিন্ন স্পোর্টস এর ব্যাবস্থা।

✅ বোটের পর্যটকদের সেফটির জন্য রয়েছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং বয়া । সাথে ফার্স্ট এইড বক্স এবং অগ্নি নির্বাপক ব্যাবস্থা। পুরো বোটে অতিথিদের সার্ভিস দেওয়ার জন্য ৭জন স্টাফ সর্বদা নিয়োজিত রয়েছে।

✅ স্পোর্টস আইটেম : বিনোদনের জন্য আমাদের বোটে পাবেন সাউন্ড সিস্টেম। আর অবসর সময় কাটানোর জন্য বোটে রয়েছে কেরাম ,লুডু , ফুটবল , দাবা ,কার্ড খেলার ব্যাবস্থা ।

✅ এইবার আসুন আমাদের সার্ভিস সম্পর্কে : সাধারণত আমরা সুনামগঞ্জ টু সুনামগঞ্জ সার্ভিস দিয়ে থাকি তবে হাওরে যখন পানি কমে আসে তখন সুনামগঞ্জ এর পরিবর্তে আনোয়ার পুর অথবা তাহিরপুর থেকে সার্ভিস প্রদান করি। এতে পর্যটন স্পট গুলোতে যথেষ্ট সময় পাবেন ঘুরে দেখার জন্য । সকালে বাস থেকে নেমে আপনারা আমাদের নিজস্ব গাড়ি কিংবা সিএনজি কিংবা লেগুনা তে করে আমাদের ভাসমান বাড়িতে উঠে যাবেন। তারপর সকালের নাস্তা হবে আমাদের সাথে। পাক্কা ২ দিন এবং ১ রাত আমরা আপনাদের কে নিয়ে পুরো সুনামগঞ্জ ঘুরে বেড়াবো। সুনামগঞ্জের সব সুন্দর সুন্দর স্পট যত্ন সহকারে আপনাদের কে ঘুরিয়ে দেখানোর জন্য আপনাদের সাথে আমাদের তরফ থেকে দক্ষ গাইড থাকবে । সাথে মজাদার সব খাবার পরিবেশনের জন্য থাকবে দক্ষ বাবুর্চি। এই ছাড়া রুম সার্ভিস এবং নিরাপত্তার জন্য বোটে পর্যাপ্ত স্টাফ থাকবে।

✅ প্যাকেজ প্রাইজ (২দিন ও ১রাত) (ফুল বোট রিজার্ভ)

# Package Name Boarding - End Point Person Price/Person
1 Deluxe Package Sunamgonj-Sunamgonj 24 ৳ 5,500
2 Luxury Package Dhaka-Dhaka - AC 24 ৳ 8,000
3 Super Deluxe Package Dhaka-Dhaka - NON AC 24 ৳ 7,000
4 Standard Package Tahirpur-Tahirpur 24 ৳ 4,500

বুকিং মানি আমাদেরকে ব্যাংক ,বিকাশ ,রকেট অথবা সরাসরি অফিসে এসে ও দিতে পারেন ।

✔️ব্যাংকের মাধ্যমে বুকিং করতে :-

# Bank Name Branch Routing Number Account Name Account Number
1 Dutch Bangla Bank Limited Banani 090260434 Trip Silo 103 110 003 5266
2 bKash(Merchant) Trip Silo 01632-555 333
Pay Now with bKash

NB: 1.8% Bkash Charge Will Be Applicable For Bkash Payment.

👉 বিকাশে/নগদ/রকেট এ বুকিং করলে খরচ সহ টাকা পাঠাতে হবে ।
অবশ্যই টাকা পাঠিয়ে +880 1632-555 333, +880 1635-999 000, +880 1689-777 444, +880 1673-111 888 এই নাম্বারে ফোন অথবা মেসেজ করতে হবে।

✅ চাইল্ড পলিসি :

  • ০ থেকে ৪ বছর বাচ্চার জন্য সম্পূর্ণ ফ্রি
  • ৫ থেকে ৭ বছর বাচ্চার জন্য মূল প্যাকেজ থেকে ৩০% রেট অফ থাকবে। এই ক্ষেত্রে একমাত্র শর্ত অবশ্যই বাচ্চা কে তার মা বা অথবা গার্ডিয়ান এর সাথে রুম শেয়ার করতে হবে।
  • ৮ বছর বয়স থেকে অ্যাডাল্ট হিসেবে গণ্য হবে। এবং এর জন্য পূর্ণাঙ্গ প্যাকেজ মূল্য পরিশোধ করতে হবে ।

বি:দ্র: বুকিংয়ের জন্য অবশ্যই ৫০% অ্যাডভান্স করতে হবে। বুকিং কনফার্ম করে কনফার্মেশন এসএমএস এবং মানি রিসিট বুঝে নিবেন ।

বি:দ্র: বুকিং ক্যান্সেল কিংবা রিফান্ড কোনোভাবে ই সম্বব না। ভ্যালিড রিজন হলে বুকিংয়ের নির্দিষ্ট ডেট এর মিনিমাম ১৫ দিন আগে বুকিং ক্যান্সেল করলে উক্ত ডেট এর বুকিং টা পরবর্তী কোনো ডেট এ শিফট করতে পারবেন । তবে অবশ্যই এভাইলেবল ডেট হলে তারপর শিফট করা যাবে।

✅ এই প্যাকেজে জল প্রাসাদ থেকে যা যা পাবেন :

  • সম্পূ্র্ণ কাঠের তৈরি বিশাল আকৃতির প্রিমিয়াম বোট
  • বোটের ভিতর সোজা হয়ে হেঁটে বেড়ানো মত প্রশস্ত জায়গা
  • প্রিমিয়াম ওপেন লাউঞ্জ
  • রুফটপ প্রিমিয়াম ডাইনিং
  • ছাদ বাগান
  • জুস বার
  • বার্বিকিউ জোন
  • জেনারেটর আইপিএস দিয়ে দিনে ১৮ঘণ্টা+ বিদ্যুৎ সরবরাহ।
  • ৮ টি প্রশস্ত রুম প্রতিটিতে থাকছে আলাদা-লক সুবিধা, প্রতি কেবিনে রয়েছে প্রশস্ত বেড, লাইট, ফ্যান, এবং চার্জিং পয়েন্ট।
  • ২টি প্রিমিয়াম ওয়াশরুম (একটি হাই কমোড এবং একটি লো-কমোড) এবং স্টাফদের জন্য আলাদা ওয়াশরুম
  • সুপ্রশস্ত গ্লাস উইন্ডো
  • পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
  • দক্ষ বাবুর্চির সহায়তায় ট্রেডিশনাল ফ্রেশ খাবার
  • অভিজ্ঞ লোকাল ট্যুর গাইড
  • সার্বক্ষণিক চা/ কফি/ স্ন্যাক্স/পানি / কোল্ড ড্রিংকস/জুস
  • সার্বক্ষণিক রুম সার্ভিস।

🥀 প্রতিটা রুমে পাবেন :

  • টিস্যু বক্স
  • জায়নামাজ ১ পিছ
  • সাবান
  • মিনি ড্রেসিং টেবিল
  • ব্রাশ এবং পেস্ট
  • শ্যাম্পু

এই ছাড়া প্রতি রুমে লাইট ১ টা , ফ্যান ১টা , পার্সোনাল চার্জিং পয়েন্ট তো আছে ই।


🔰 ২ দিন ও ১ রাতের প্যাকেজে ঘুরতে পারবেন যেসব স্পটেঃ

  • নীলাদ্রি লেক
  • ওয়াচ টাওয়ার
  • লাকমা ছড়া
  • বারিক্কা টিলা
  • শিমুল বাগান
  • যাদুকাটা নদী

প্যাকেজে অন্তর্ভুক্ত থাকছে খাবার সহ সবধরনের খরচ (ব্যাক্তিগত খরচ ব্যাতিত)


আমাদের খাবার মেনু:

🔰 ১ম দিনঃ

  • হালকা নাস্তা: ফ্রুটস জুস+ ঠান্ডা পানি + চা + বিস্কিট/কেক+ কলা
  • মূল নাস্তা: চিকেন ভুনা খিচুড়ি + আচার + কোল্ড ড্রিংকস+ বেগুন ভাজি + সালাদ+ পানি
  • স্নাক্সঃ ফ্রুটস + চা/কফি
  • দুপুরঃ ভাত + শুটকি ভর্তা + হাওরের মাছ ক্যারি অথবা ফ্রাই + মুরগি ভুনা + মিক্সড ভেজিটেবল + ডাল + সালাদ+ চা/কফি
  • স্নাক্সঃ ফ্রুটস + ভাজা পোড়া /মুড়ি মাখানো + চা/কফি
  • রাতঃ সাদা ভাত + হাসের মাংস ভুনা + ভেজিটেবল + ডাল+ সালাদ + কোল্ড ড্রিংক্স + চা/কফি

🔰 ২য় দিনঃ

  • সকালঃ হাঁস ভুনা + ভুনা খিচুড়ি+ আচার + সালাদ + ড্রিংকস l
  • স্নাক্সঃ দেশি ফ্রুটস + চা/কফি
  • দুপুরঃ ভাত + ভর্তা + হাওরের মাছ + মুরগি ভুনা + মিক্সড ভেজিটেবল + ডাল + সালাদ+চা/কফি
  • সন্ধার স্নাক্সঃ কেক + কলা+ চা/কফি

❖ কিছু গুরুত্বপূর্ন কথাঃ

  • প্রথমেই আপনি একটি ভ্রমণ পিপাসু মন নিয়ে এই অঞ্চলে বেড়াতে আসবেন।
  • ভ্রমণকালীন যে কোন সমস্যা আমাদের সাথে আলোচনা করে সমাধান করতে হবে। কোনোভাবেই একা একা কিছু করতে যাবেন না।
  • ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
  • শালিনতার মধ্যে থেকে হাওর তথা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে হবে।
  • স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। সব সময় তাদের সাথে হেসেখেলে কথা বলবেন এবং ধর্মীয় বিধিনিষেধ মেনে চলবেন। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের/আমাদের সহায়তা নিতে নিবেন ।
  • কোনভাবেই কোন প্রকার মাদক সেবন কিংবা করা যাবে না। কারো সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হবে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
  • প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। এরজন্য অবশ্যই যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না। আমাদের বোটে পর্যাপ্ত ডাস্টবিন রয়েছে। সেগুলো ইউজ করবেন । এই অঞ্চলের ক্ষতি না হয়, এমন সকল কাজ থেকে বিরত থাকবেন।
  • দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে
  • এই বোট টি সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের জন্য বানানো হয়েছে। সেফটি আর সুযোগ সুবিধের অভাবে এত দিন মানুষ হাওরে ঘুরতে আসতে পারতো না মূলত তাদের জন্য এই বোট বানানো। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই।
  • কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে আসেন, সেটি বুঝে যেতে আমাদের বেশি সময় লাগে না। এমনটা হলে সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো। এইসব বিষয়ে আমরা কারো সাথে কোনো রকম কম্প্রোমাইজ করবো না।

বিশেষভাবে লক্ষণীয়: আবহাওয়া / প্রকৃতিগত দুর্যোগ কিংবা যে কোন কারনে প্লানের পরিবর্তন হলে নিজেদের নিরাপত্তার সার্থে তা মেনে নিতে হবে।

✅ ট্যুর প্ল্যান :

❖ প্রথম দিন :

  • আমাদের জার্নি স্টার্ট হবে সকাল ৮/৯ টার ভেতর। সুনামগন্জ, আনোয়ার পুর অথবা তাহিরপুর ঘাট থেকে।
  • বাস নরমালি গেস্ট সকাল ৬/৭ টায় সুনামগঞ্জ পৌঁছে যায়। তারপর ১ঘণ্টার সিএনজি/লেগুনা জার্নি করে সুনামগন্জ, আনোয়ার পুর অথবা তাহিরপুর এসে বোটে চেক ইন করবেন।
  • বোটে চেক ইন করে হালকা নাস্তা তারপর ভারী নাস্তা । তারপর আমাদের প্রথমদিনের গন্তব্য টাঙ্গুয়ার হাওর , ওয়াচ টাওয়ার। হাওরের পানিতে গোসল সেরে দুপুরের লাঞ্চ।
  • তারপর আবার নতুন গন্তব্য টেকেরঘাট।
  • টেকের ঘাট পৌঁছে লাকমা ছড়া আর শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক) ঘুরবো।
  • বিদ্র: আমরা টেকেরঘাট এ রাত্রি যাপন করবো।

❖ দ্বিতীয় দিন :

  • খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো। ভোর বেলার নীলাদ্রি লেক অনেক সুন্দর। সেটা দেখে এসে ফ্রেশ হয়ে নাস্তা করবো।
  • তারপর রিজার্ভ অটো/বাইক নিয়ে ছুটে যাবো নতুন গন্তব্য যাদুকাটা নদী , শিমুল বাগান আর বারীককা টিলা দেখতে।
  • স্পট গুলো ঘুরা শেষ করে টেকেরঘাট ব্যাক করবো। নদীর ঠান্ডা পানিতে গোসল। তারপর দুপুরের খাবার খেয়ে আনোয়ার পুর অথবা তাহিরপুর এর উদ্দেশে আমরা ব্যাক করবো।
  • আসতে আসতে সন্ধা হবে। হালকা আড্ডা আর নাস্তা শেষে চেক আউট।
  • আমাদের ট্যুর এর সমাপ্তি। 😊

Best House Boat in Tanguar

Shape

Enjoy well-appointed bedrooms, cozy lounges, and private decks that grant you front-row views of the ever-changing scenery. It is equipped with comfortable furnishings and conveniences to ensure a seamless stay.

For the adventurous souls, Taguar Haor offers a plethora of activities. Explore the waterways by kayak, taking in the panoramic vistas while embracing the thrill of discovery. Birdwatching enthusiasts will find themselves in paradise.

Learn More